ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

উমার ঘরে আট হাজার লিপস্টিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪০, মার্চ ১১, ২০১৫
উমার ঘরে আট হাজার লিপস্টিক! উমা থারম্যান

উমা থারম্যানের ঘরে গেলে আর কিছু না হোক লিপস্টিক চোখে পড়বেই। একশ’-দুইশ’ নয়, আট হাজার লিপস্টিক আছে তার সংগ্রহে।

লিপস্টিকের ব্যাপারে কখনও অরুচি হয় না তার। পছন্দ হলেই কিনে বাসায় নিয়ে আসেন তিনি।

এটা কি শুধুই শখ? না, এর একটা কারণ আছে। উমা নিজেই ব্যাখ্যা করেছেন সেটা। ৪৪ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী নাকি ঘনঘন লিপস্টিকের টিউবগুলো হারিয়ে ফেলেন। এ কারণে বারবার কিনতে হয় তাকে।

সম্প্রতি কি হারিয়েছেন এমন প্রশ্নের উত্তরে ‘কিল বিল’ তারকা উমা বলেছেন, ‘নানা জায়গায় হাতড়ালে দেখা যাবে আমার আট হাজার লিপস্টিকের টিউব রয়েছে। এটা চাবি ব্যবহার না করার খেসারত। তবে রসবোধ কিন্তু কখনও হারাই না!’

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।