ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

মেহরিনের ‘আমি নারী, আমিই পারি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, মার্চ ৮, ২০১৫
মেহরিনের ‘আমি নারী, আমিই পারি’ স্টুডিওতে রেকর্ডিং এর সময়ে আইয়ুব ‍বাচ্চু ও মেহরিন

৮ মার্চ নারী দিবসকে সামনে রেখে সংগীতশিল্পী মেহরিন গেয়েছেন নতুন গান। আর এ গানের কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আইয়ুব বাচ্চু।

এ গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। মেহরীনের গাওয়া এই গানের এই গানের মিউজিক ভিডিওতে দুই শিল্পীকে একসঙ্গে দেখা যাচ্ছে।

‘আমি নারী, আমিই পারি’ শিরোনামের গানটি শোনা যাচ্ছে রেডিও, টিভি চ্যানেল, মেহরীনের ফেসবুক পেজ-ওয়েবসাইটে ও ইউটিউবে।

এ প্রসঙ্গে মেহরিন বাংলানিউজকে বলেন, ‘এ গানের কথা ও সুর খুব শক্তিশালী। আমাদের নিজস্ব দায়িত্ববোধ থেকে গানটি করেছি। নারীদের যে শক্তি ও ক্ষমতা তা পরিপূর্ণভাবেই প্রকাশ পেয়েছে এ গানের কথা ও সুরে। ’

৫ মার্চ ইউটিউবে গানটি প্রকাশ করা হয়েছে।

‘আমি নারী, আমিই পারি’ গানটির ভিডিও লিংক:


বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।