ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

অপূর্ব’র ব্রেকআপ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, মার্চ ৮, ২০১৫
অপূর্ব’র ব্রেকআপ! অপূর্ব

অভিনেতা অপূর্ব তো বেশ ভালোই ছিলেন। হঠাৎ করেই কি এমন হলো।

মার্চের শুরুতেই বললেন ‘ব্রেক আপ’। জানা গেলো, এটা তার বাস্তব জীবনের কোনো গল্প না। সম্প্রতি এই নামে একটি খন্ড নাটকে অভিনয় করেছেন তিনি। রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি।

সম্প্রতি উত্তরায় এ নাটকের দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। এ নাটকে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শখ ও ডিজে সনিকা।

অপূর্ব বাংলানিউজকে বলেন, ‘এটা মজার একটা গল্প। তবে প্রেম ও ব্রেকআপটা কার সঙ্গে হয় এখনই বলতে চাই না। কাজটি ভালো হয়েছে। আশা করছি, দর্শকরা পছন্দ করবেন এটি। ’

খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে ‘ব্রেক আপ’। এর বাইরে এবারই প্রথম একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করছেন অপূর্ব ও জান্নাতুল ফেরদৌসি পিয়া। বেশ কিছুদিন হলো ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের এ ছবিটির শুটিং শেষ হয়েছে। এরই মধ্যে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ‘গ্যাংস্টার রিটার্নস’ পরিচালক আশিকুর রহমান। শিগগিরই বড়পর্দায় দেখা যাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।