ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

বিমান বিধ্বস্ত হয়ে আহত হ্যারিসন ফোর্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, মার্চ ৬, ২০১৫
বিমান বিধ্বস্ত হয়ে আহত হ্যারিসন ফোর্ড হ্যারিসন ফোর্ড

বিমান বিধ্বস্ত হয়ে চোট পেয়েছেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা হ্যারিসন ফোর্ড। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

তবে তার অবস্থা আশঙ্কামুক্ত। খবরটি দিয়েছেন তার ছেলে বেন ফোর্ড। তিনি বলেন, ‘বাবার শরীতে ক্ষত হয়েছে। তবে তিনি এখন ভালো আছেন। বাবা অনেক সাহসী এবং শক্তিশালী মানুষ। ’

ঘটনাটি ঘটেছে গত ৫ মার্চ। সেদিন হ্যারিসন যে বিমানে উড়েছিলেন তা একটি গলফ কোর্সে এসে ছিটকে পড়ে। এরপর হ্যারিসন ফোর্ড ও বৈমানিককে বের করে আনা হয়। জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হতো বিমানটি। আগুন লেগে যায় সেটি ভূপাতিত হয়।


* হ্যারিসন ফোর্ডের বিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও:



বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।