ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

বিনোদন

একসঙ্গে ব্যবসা করছেন অক্ষয় ও শিল্পা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, মার্চ ৬, ২০১৫
একসঙ্গে ব্যবসা করছেন অক্ষয় ও শিল্পা

পৃথিবীটা গোল। তাই আবার একই বৃত্তে এসে হাজির অক্ষয় কুমার ও শিল্পা শেঠি।

১৫ বছর পর তারা একত্র হলেন ব্যবসা করার জন্য। ভারতের প্রথম টেলিশপিং প্রতিষ্ঠান চালু করছেন তারা।

জানা গেছে, অক্ষয় ও শিল্পার স্বামী রাজ কুন্দ্রর বিনিয়োগে ২৪ ঘণ্টার চ্যানেলটিতে থাকবে তারকাদের অংশগ্রহণ। প্রতিষ্ঠানটির প্রচারণার জন্য অক্ষয় ও শিল্পা একসঙ্গে ফটোশুটও করেছেন। অক্ষয় বলেছেন, ‘অতীত চলে গেছে। আমরা বর্তমান ও ভবিষ্যতেই শুধু তাকাতে চাই। ’

২০০০ সালে ‘ধাড়কান’ ছবির মুক্তির পর থেকে অক্ষয় কুমার ও শিল্পা শেঠির প্রেম নিয়ে মুখরোচক গুঞ্জন ছড়িয়েছিলো। ছবিটিতে তাদের রসায়ন ওই গুজবকে আরও উসকে দিয়েছিলো। তবে পরের বছর বলিউড অভিনেত্রী টুইংকেল খান্নাকে বিয়ে করে ঘর বাঁধেন অক্ষয়। এরপর আর পর্দায় তো বটেই, বাস্তবেও শিল্পার ধারেকাছে আসেননি বলিউডের এই অভিনেতা। ২০০৯ সালে রাজ কুন্দ্রকে বিয়ে করে শিল্পাও সংসারী হয়েছেন।

 

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।