ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

বিনোদন

লুপিটার জামার সব মুক্তা নকল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, মার্চ ১, ২০১৫
লুপিটার জামার সব মুক্তা নকল!

মুক্তায় সাজানো পোশাক পরে অস্কারের লালগালিচায় হেঁটেছিলেন লুপিটা এনইয়োঙ্গো। কিন্তু ওটা চুরি হওয়ার ঘটনা সাড়া ফেলে।

মজার বিষয় হলো, চোরেরা পোশাকটি ফিরিয়ে দিয়েছে। কারণ মুক্তাগুলো নকল!

ক্যালভিন ক্লেইনের ডিজাইন করা পোশাকটি দু’দিন আগে দি লন্ডন ওয়েস্ট হলিউড হোটেল থেকে চুরি হয়েছিলো। ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুরে সেখানে আবর্জনা রাখার ব্যাগে ভরে সেটা ফেলে রেখে গেছে চোররা।

হোটেলে ফোন করে অজ্ঞাত এক ব্যক্তি জানান, দলবল নিয়ে পোশাকটি চুরি করে ছয় হাজার মুক্তা খুলেছিলেন তিনি। এই পরিমাণ মুক্তার মূল্য দেড় লাখ মার্কিন ডলার। কিন্তু লসঅ্যাঞ্জেলেসের অলঙ্কার বিশেষজ্ঞের কাছে যাওয়ার পর তারা জানতে পারেন এগুলো নকল!

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।