ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

বিনোদন

মধুমিতা প্রেক্ষাগৃহের এমডি বাবলু আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
মধুমিতা প্রেক্ষাগৃহের এমডি বাবলু আর নেই ছবি: বাবলু (ফাইল ফটো)

রাজধানীর অভিজাত প্রেক্ষাগৃহ মধুমিতা এবং মধুমিতা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকউদ্দিন বাবলু আর আমাদের মাঝে নেই। ২৪শে ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান।



মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, দুই ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মধুমিতা গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সিরাজউদ্দিনের কনিষ্ঠ পুত্র ছিলেন।

রফিকউদ্দিন বাবলুর অকাল মৃত্যুতে মধুমিতা পরিবার ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি গভীর শোক প্রকাশ করেন। এবং শুক্রবার তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।