ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাঁচান : রানু দাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বাঁচান : রানু দাশ রানু দাশ

চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী রানু দাশ বর্তমানে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি কিডনিজনিত অসুস্থতায় ভুগছেন।

সম্প্রতি তাকে নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নাট্যনির্মাতা জি এম সৈকত।  

 

সেখানে রানু দাশ কাঁদতে কাঁদতে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় স্বামী বিজয় দাশকে হারিয়েছি। তখন আমার বয়স ২২ বছর। সেই থেকে মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় শুরু করি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, দয়া করে আমাকে বাঁচান। আমি বাঁচতে চাই। আপনি অনেক শিল্পীকে সহযোগিতা করেছেন। আমিও আপনার সহযোগিতা চাই। ’

'প্রেম প্রতিজ্ঞা', 'প্রতিঘাত', 'খোঁজ খবর', 'সোনার সংসার'সহ দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন রানু দাশ। অসংখ্য নাটকেও অভিনয় করেছি।  

 

নাট্যনির্মাতা জি এম সৈকত জানান, খুব শিগগিরই রানু দাশ এর আবেদন পত্র নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেবেন।

 

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।