ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

মৃত্তিকা গুণের ছবিতে রুনা খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
মৃত্তিকা গুণের ছবিতে রুনা খান (বাঁ থেকে) রুনা খান ও মৃত্তিকা গুণ

নির্মলেন্দু গুণের লেখা উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন তার মেয়ে মৃত্তিকা গুণ। নাম ‘কালো মেঘের ভেলা’।

সরকারি অনুদানে এর দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসে। চিত্রনাট্য তৈরি করেছেন ফারুক হোসেন।  

 

এ প্রসঙ্গে রুনা খান বাংলানিউজকে বলেন, ‘নতুন ছবিটিতে আমার চরিত্রের নাম রোজী। মার্চের ১৫ থেকে এর দৃশ্যধারনের কাজ শুরু হবে। রেলস্টেশনের এক সংগ্রামী মেয়ের গল্প রয়েছে এতে। ’  

 

এর আগে রাজিবুল ইসলামের ‘বালুঘড়ি’ ও ‘উনাদিত্য’ আর আশীষ খন্দকারের ‘বাথান’ ছবিতে অভিনয় করেন রুনা খান। সম্প্রতি তিনি সাজেদুল আউয়ালের পরিচালনায় সরকারি অনুদানের ছবি ‘ছিটকিনি’তে অভিনয় করেন।  

 

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।