ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

বিনোদন

ঢাকায় আসছেন দীপিকা পাড়ুকোন

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
ঢাকায় আসছেন দীপিকা পাড়ুকোন দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোনের হরিণী চোখের জাদু ও রূপালি পর্দার পরিবেশনা দর্শকদের মন মাতিয়েছে! তার মোহনীয় সৌন্দর্য আর লাস্যময়তা দেখে মুগ্ধ এই পৃথিবী! তিনি রূপের রানী, আকর্ষণীয় সুন্দরী। আন্তর্জাতিক বাজারে বলিউডের বড় বিজ্ঞাপনগুলোর একটিও।

প্রথমবারের মতো এই লাস্যময়ী ঢাকায় আসছেন।  

 

দীপিকাকে ঢাকায় নিয়ে আসছেন ইউনিলিভার বাংলাদেশ। লাক্সের আয়োজনে একটি ফ্যাশন শোতে অংশ নেবেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। পণ্যটির বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। এখন ফেসবুকে ও টিভি বিজ্ঞাপনে দীপিকার ঢাকায় আসার প্রচারণা চালানো হচ্ছে।  

আয়োজকদের একটি সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে সাধারণ দর্শকরাও দীপিকার সঙ্গে দেখা করার সুযোগ পাবেন! 

 

বাংলাদেশ সময় : ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।