ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

বিনোদন

মোটরবাইকে রুহির কেরামতি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৫, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
মোটরবাইকে রুহির কেরামতি! রুহি

রৌদ্রজ্জ্বল দিন। পিছঢালা পথ।

এগিয়ে আসছে একটি মোটরবাইক। চালকের গায়ে জিন্স, লাল রঙা টি-শার্ট আর কালো জ্যাকেট। কাছে এসে হেলমেট খুললেন তিনি। আরে এ যে রুহি! মডেল-অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। হঠাৎ মোটরসাইকেল চালালেন কেনো তিনি?

রুহি জানালেন, এটা একটি ভোজ্যতেলের বিজ্ঞাপনচিত্রের দৃশ্য। গল্পের প্রয়োজনেই মোটরসাইকেল চালাতে হয়েছে। দীপু সেকান্দারের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ চলছে।

রুহি আরও জোনালেন, অনেকদিন পর কোনো বিজ্ঞাপনচিত্রে মডেল হলেন তিনি। সর্বশেষ আহমেদ ইউসুফ সাবেরের নির্দেশনায় ফুড লাইনের একটি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। সম্প্রতি তার অভিনীত ‘জিরো ডিগ্রী’ এপারে আর ‘গ্ল্যামার’ মুক্তি পেয়েছে ওপার বাংলায়। এখন তিনি মনসুর আলীর পরিচালনায় ‘সিনেমা’ নামের একটি ছবিতে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।