ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

বিনোদন

মা দিবসে পাওয়া যাবে ‘সুতপার ঠিকানা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, জানুয়ারি ২৭, ২০১৫
মা দিবসে পাওয়া যাবে ‘সুতপার ঠিকানা’ ‘সুতপার ঠিকানা’ ছবির দৃশ্য

প্রসূন রহমান পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘সুতপার ঠিকানা’ তৈরি হয়েছে বাংলাদেশের নারীজীবনকে ঘিরে। তাই পরিকল্পনা ছিলো আগামী মার্চে নারী দিবসে মুক্তি দেওয়া হবে এটি।

কিন্তু তা হচ্ছে না। মে মাসে মা দিবসে মুক্তি পাবে ছবিটি।

প্রসূন রহমান বাংলানিউজকে বলেন, ‘শেষ পর্বের অনুদান প্রাপ্তির দীর্ঘসূত্রিতার কারণে শেষ পর্যন্ত মার্চে মুক্তি দিতে পারছি না। তাই আগামী মে মাসে মা দিবসে চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি। ’

জানা গেছে, ‘সুতপার ঠিকানা’ উৎসর্গ করা হচ্ছে দক্ষিণ এশিয়ার সব নারীকে। এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, শাহাদাৎ হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, এসএম মহসীন প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ।

বাংলাদেশ সময় : ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।