ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

স্টার সিনেপ্লেক্সে সুন্দরী ও পশুর প্রেম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জানুয়ারি ১৫, ২০১৫
স্টার সিনেপ্লেক্সে সুন্দরী ও পশুর প্রেম!

এক জাদুকরীর ছলনায় পড়ে রাজপুত্র পশু হয়ে যায়। বিউটি নামের এক মেয়ের বাবা সেই পশুর রাজপ্রাসাদে আটকা পড়ে।

তাকে ছাড়িয়ে আনতে বিউটি সেই রাজপ্রাসাদে পশুটির সঙ্গে থাকে। বাবাকে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে পশুটির প্রতি তার মধ্যে জন্ম নেয় ভালোবাসার অনুভব। ভালোবেসেই পশুটিকে পুনরায় মানুষে পরিণত করে তুলতে সক্ষম হয় বিউটি। এমন অনন্য ভালোবাসার নজির আছে রূপকথায়। এই গল্প নিয়ে নির্মিত সাড়াজাগানো ছবি ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ ১৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে।


ছবিটিতে সুন্দরীর ভূমিকায় অভিনয় করেছেন লিয়া সেডু। তিনি বন্ড সিরিজের আগামী ছবিতে বন্ডকন্যা হিসেবে আসবেন। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’-এ তার দুই সহশিল্পী ভিনসেন্ট ক্যাসেল, ও আন্ড্রে দুসোলিয়ার।

ক্রিস্টোফি গ্যানস পরিচালিত ছবিটি ৬৪তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এ ছাড়া পিপলস চয়েজ অ্যাওয়ার্ডসে সেরা ইউরোপিয়ান ছবি হিসেবে মনোনয়ন পায় এটি।

বাংলাদেশ সময় :  ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।