ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে তার ডিভোর্স হোক বা কম বয়সী অর্জুন কাপুরের সঙ্গে প্রেম-বিচ্ছেদ- তাক নিয়ে যেন আলোচনা থামেই না! যদিও ট্রোলারদের কোনওদিনই পাত্তা দেন না অভিনেত্রী।
সাহসী, স্পষ্টবাদী মালাইকা সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে মুখ খুলেছেন ‘সাহসী’ এবং ‘স্পষ্টবাদী’ হওয়ার কারণে কোন কোন সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি।
নিজের নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এই ট্যাগকে নিয়ন্ত্রণ করা কতটা কঠিন ছিল? পেছনে ফিরে তাকিয়ে মালাইকা বলেন তাকে ঘিরে তৈরি সমালোচনা এবং মানুষের বিচার নিয়ে একটা সময় তিনি মাথা ঘামানো বন্ধ করে দেন।
এই অভিনেত্রী জানান, নিজেকে নিজের কাছে আর ব্যাখ্যা করার প্রয়োজন বোধ করি না। এটি কঠিন ছিল কারণ লোকেরা আপনাকে জ্ঞান দিতে পছন্দ করে যে আপনার কী হওয়া উচিত বা কী হওয়া উচিত নয়। আমার ক্যারিয়ার, আমার পোশাক, আমার সম্পর্কের জন্য আমাকে বিচার করা হয়েছিল। তবে যেদিন আমি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করে দিয়েছিলাম সেদিন আমি মুক্তবোধ করেছিলাম।
মালাইকার কথায়, নিজেকে নিয়ে আমি যে আখ্যান লিখব একমাত্র সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমাকে খুব সাহসী, খুব স্পষ্টভাষী এইসব বলা হয়েছে। সত্যি বলতে আমি এখন এটি মুকুটের মতো পরিধান করি। যদি আমি কারও জন্য ‘খুব বেশি’ হই, তবে তারা সম্ভবত আমার পক্ষে যথেষ্ট নয়।
মালাইকা মনে করেন, আমি বিশ্বাস করি যে সত্যিকারের আত্মবিশ্বাস তখনই আসে যখন আপনি বিশ্বের জন্য পারফর্ম করা বন্ধ করেন এবং নিজের জন্য বাঁচতে শুরু করেন।
এনএটি