ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

বিনোদন

প্রয়াত পাগল হাসানের ‘ফুলমালা’ গলায় তুললেন মিতু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, আগস্ট ১৫, ২০২৫
প্রয়াত পাগল হাসানের ‘ফুলমালা’ গলায় তুললেন মিতু

‘জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া/ ছাড়িয়া যাইওনারে বন্ধু মায়া লাগাইয়া...’  গানের মতোই মায়ায়-যতনে এখনো পাগল হাসান রয়েছেন শ্রোতাদের হৃদয়ে। সুনামগঞ্জের তরুণ সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান এই ধরায় নেই।

কিন্তু তার গান, তার কথা রয়ে গেছে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সংগীতশিল্পী পাগল হাসানের লেখা ও গাওয়া ‘ফুলমালা’ গানটি নতুন করে প্রকাশ করেছে নাগরিক মিউজিক। গানেও ভিডিওতে প্রয়াত শিল্পীকেও শ্রদ্ধা জানানো হয়েছে।

নতুন আয়োজনে ‘ফুলমালা’ গানতে কন্ঠ দিয়েছেন কোক স্টুডিও বাংলার মাধ্যমে পরিচিতি পাওয়া কানিজ খন্দকার মিতু। এতে তার সঙ্গে আরও গলা মিলিয়েছেন পারভেজ খান। গানের সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

গানটি গেল ৮ আগস্ট গানটি ইউটিউবে উন্মুক্ত করা হয়। প্রকাশের পর মন্তব্যের ঘরে গানের সঙ্গে প্রয়াত পাগল হাসানকে স্মরণ করছেন শ্রোতারা। ইতোমধ্যেই গানের ভিউ প্রায় ৭ লাখ।  

প্রসঙ্গত, ২০২৪ সালে ১৮ এপ্রিল সুনামগঞ্জের ছাতক পৌর শহরের সুরমা সেতুর কাছে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাগল হাসান মারা যান। শিল্পীর ‘আসমানে যাইও নারে বন্ধু...’, ‘জীবন খাতায় প্রেম কলঙ্ক...’, ‘মন আমার মরা নদী...’, ‘মাটির বালাখান...’ এমন বেশ কিছু জনপ্রিয় গান আছে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।