ভারতের জাতীয় মঞ্চে সম্মানিত হয়েছে বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। সিনেমাটি আদৌ এই সম্মানের যোগ্য কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
কটাক্ষের শিকার হন এর অভিনেত্রী অদা শর্মাও। যা শুনে নিজেকে ‘নির্লজ্জ’ বলে দাবি করলেন এই অভিনেত্রী।
‘দ্য কেরালা স্টোরি’-র প্রভাবে ভুল তথ্য ছড়িয়েছে, এমন দাবি করেছেন অনেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে অদা বলেন, আমার নির্লজ্জ হতে কোনও অসুবিধা নেই। যারা এই সিনেমাটাকে নির্লজ্জ বলে দাবি করছেন, তাদের আসলে খুব গায়ে লেগেছে। আর সিনেমাতে মিথ্যাচার করা হলে, ওদের গায়ে লাগত না।
অদার বক্তব্য, তিনি কোনও ভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করতে পারবেন না। প্রত্যেকেরই ভিন্ন মতামত থাকতে পারে। তাই নিজের মতামত নিয়ে কোনও আক্ষেপ নেই বলেও তিনি জানান।
‘দ্য কেরালা স্টোরি’ তৈরির আগে ২৫ জন মহিলার সঙ্গে দেখা করেছিলেন অদা। তাদের থেকে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার কথা জানতে পেরেছিলেন তিনি। সেই ঘটনাগুলোই সিনেমাতে তুলে ধরা হয়েছে বলে দাবি তার। তাই এই সিনেমা তৈরি না হলেই বরং তিনি লজ্জিত বোধ করতেন। অভিনেত্রীর কথায়, ‘আমাদের দায়িত্ব এই ঘটনাগুলো সিনেমার মাধ্যমে তুলে ধরা। ’
সিনেমাটির পেছনে বিশেষ রাজনৈতিক দলের উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ উঠেছে। কিন্তু সেই দাবি মানতে নারাজ অদা। সিনেমাতেও তাই কোনও রাজনৈতিক দল বা রাজনীতিবিদের নাম উল্লেখ করা হয়নি। গল্পে শুধু এমন কিছু মহিলার কথা তুলে ধরা হয়েছে, যাদের মগজ ধোলাই করে পাচার করা হয়েছে।
তাই অদার স্বীকারোক্তি, আমি এই মহিলাদের পাশে আছি। তাতে যদি মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তা মনে হলে হোক।
এনএটি