ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

বিনোদন

গির্জায় সিদ্ধার্থ-জাহ্নবীর রোমান্স, মুম্বাই পুলিশে গেল অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, আগস্ট ১৪, ২০২৫
গির্জায় সিদ্ধার্থ-জাহ্নবীর রোমান্স, মুম্বাই পুলিশে গেল অভিযোগ

মুক্তির আগেই বিপাকে পড়েছে বলিউডের আসন্ন সিনেমা ‘পরম সুন্দরী’। জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সিনেমাটির গান গানগুলো ইতোমধ্যেই সাড়া ফেলেছে।

তবে একটি গানের দৃশ্যের কারণে পড়তে হয়েছে বিপাকে।

এই আপত্তি এসেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলেছে তারা।

মূলত একটি দৃশ্যে দেখা যায়, গির্জার ভেতরে প্রেমে মজেছেন জাহ্নবী ও সিদ্ধার্থ। কীভাবে ধর্মীয় স্থানে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

খ্রিস্টান সংগঠন ‘দ্য ওয়াচডগ ফাউন্ডেশন’র পক্ষ থেকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে একটি চিঠি পাঠানো হয়েছে। শুধু তাই নয়, মুম্বাই পুলিশ, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালায় ও মহারাষ্ট্র সরকারের কাছেও এই সংগঠনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। এমনকি সিনেমার পরিচালককেও চিঠি পাঠিয়েছেন তারা। তাদের অনুরোধ, সিনেমা থেকে বাদ দিয়ে দিতে হবে ওই বিশেষ দৃশ্যটি।

সংগঠনটি চিঠিতে জানিয়েছে, সাম্প্রতিক কালে ইচ্ছাকৃত ভাবে সিনেমাতে এমন কিছু দৃশ্য রাখা হয় যা নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। দর্শক টানতেই এটা হয়ে থাকে। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত বলে দাবি তাদের। বাকস্বাধীনতা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত- এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য বজায় রাখার কথাও বলেছেন তারা।

চিঠিতে বলা হয়েছে, গির্জা একটি পবিত্র স্থান। এখানে প্রার্থনা করা হয় ঈশ্বরের কাছে। গির্জার মধ্যে এমন অনভিপ্রেত দৃশ্য দেখানো যায় না। এই ধরনের দৃশ্য শুধু ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবাবেগেই আঘাত করে এমন নয়। সমগ্র ক্যাথলিক গোষ্ঠীকে আঘাত করেছে।

বলে রাখা যায়, ম্যাডডক ফিল্মস প্রযোজিত ‘পরম সুন্দরী’ সিনেমাটি নির্মাণ করেছেন তুষার জালোটা। এটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ২৯ আগস্ট। রোমান্টিক ঘরনার সিনেমাটিতে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর ছাড়াও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, অক্ষয় খন্না, সঞ্জয় কাপুর, রাজীব খান্ডেলওয়াল প্রমুখ।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।