ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

বিনোদন

নিউ ইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরছেন শাকিব, আছেন বুবলীও

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, আগস্ট ৩, ২০২৫
নিউ ইয়র্কে ছেলেকে নিয়ে ঘুরছেন শাকিব, আছেন বুবলীও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার এক ফ্রেমে দেখা গেল ঢালিউড সুপারস্টার শাকিব খান, শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবার এক ফ্রেমে দেখা গেল ঢালিউড সুপারস্টার শাকিব খান, শবনম বুবলী ও তাদের ছেলে শেহজাদ খান বীরকে।

শাকিব খান কিছুদিন আগেই পৌঁছেছেন নিউ ইয়র্কে।

এরপরই কানাঘুষা ছিল ছেলেকে সময় দিতে বুবলীও যাচ্ছেন সেখানে। তবে দিনক্ষণ রেখেছিলেন গোপন। অবশেষে রুজভেলট আইল্যান্ডের শান্ত পার্কযেখানে একসঙ্গে দেখা যায় এই তিনজনকে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, একটি কালো গাড়ি থেকে একসঙ্গে নামছেন শাকিব, বীর ও বুবলী। শাকিবের হাত ধরে হাঁটছে ছোট্ট বীর, পেছনে হাঁটছেন মা বুবলী।  

ধারণা করা হচ্ছে, নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জনাকীর্ণ এলাকা এড়িয়ে ছেলেকে নিয়ে নিরিবিলি সময় কাটানোর জন্য রুজভেলট আইল্যান্ডকেই বেছে নিয়েছেন তারা।

এর আগেও বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ঘুরে বেড়িয়েছিলেন শাকিব খান। বলেছিলেন, ‘আমি চাই আব্রাহামের মনে থাকুক সুন্দর স্মৃতি। ’ এবার সেই একই আবেগে ভর করেই, ছোট ছেলে বীরের জন্যও রচিত হচ্ছে এমনই এক স্মৃতি।

এই সফরে কয়েক দিনের জন্য বীরকে কাছে পাচ্ছেন শাকিব। মাস শেষ হওয়ার আগেই দেশের মাটিতে ফিরবেন তিনি।  

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।