ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

বিনোদন

শাকিবের ‘বরবাদ’র নির্মাতার নামে অভিনেত্রীর অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, আগস্ট ২, ২০২৫
শাকিবের ‘বরবাদ’র নির্মাতার নামে অভিনেত্রীর অভিযোগ

সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘বরবাদ’। গেল ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পায় সিনেমাটি।

সে সময় প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন গণমাধ্যমকে জানিয়েছে, দেশের বেশির ভাগ প্রেক্ষাগৃহে দর্শক চাহিদার শীর্ষে আছে ‘বরবাদ’।

প্রতিষ্ঠানটির দাবি, মুক্তির সাত দিনে ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। তবে এই সিনেমায় কাজ করে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তুললেন অভিনেত্রী দিলরুবা দোয়েল।

তার অভিযোগ, সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে। জানান, ‘বরবাদ’ সিনেমায় তিনি অভিনয় না করলেও ইধিকা পালের কিছু অংশের ডাবিং করেছেন। এই ডাবিংয়ের পারিশ্রমিক দেননি মেহেদী হাসান হৃদয়।

দিলরুরা দোয়েলের কথায়, আমি ডাবিং করেছিলাম পয়সা পাইনি। আমাকে হৃদয় ভাই তার সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন ইমার্জেন্সি ইধিকা পালের চরিত্রের ডাবিংটা একটু করে দিতে হবে। না হলে তারা নাকি সেন্সর করাতে পারছিলেন না। আমি বলছিলাম স্পট পেমেন্ট করতে।

তিনি আরও বলেন, ফারুকী ভাই আগে যে বিল্ডিংয়ে ছিলেন ওখানের একটা ফ্লোরের স্টুডিওতে গিয়ে আমি ডাবিংটা করে দিয়েছিলাম। ডাবিং করার পর আমি ফোন করেছি আমার ফোন ধরেননি। হৃদয় ভাইয়ের আরেকজন সহকারীকে ফোন করেছি। সে শুধু বলতেন দেব, দিচ্ছি আপু কেন এমন করছেন। আমার কাছে টাকাটা বড় কথা ছিল না, কিন্তু ওদের ব্যবহার একদমই ঠিকঠাক ছিল না।

দোয়েল বলেন, আমিতো আর হৃদয় ভাইয়ের এডির কথায় ওখানে যাইনি। এডির ফোনও আমি ধরছিলাম না। আমাকে হৃদয় ভাই ফোন করে এডির কথা বলে দিয়েছিলেন। তারপরেই কাজটা করেছি। কাজ করার পর হৃদয় ভাইকেও ফোন করেছি, তিনিও কোনো রেসপন্স করেননি। উনারা এত বড় সিনেমা বানায়, এত গলাবাজি করে, তাহলে উনারাই অভিনয়, নির্মাণ ডাবিং সবকিছু করুক। আমাদের দরকার কি? উনারা যেহেতু নিজেকে বড় ডিরেক্টর ভাবছেন, ২০-২৫ কোটি টাকা দিয়ে সিনেমা বানাচ্ছেন কিন্তু উনারা দেশের শিল্পীদের পয়সা দিতে পারবে না। আবার রাত ১২টায় ফোন করে বলতে পারবে তাদের কাজটা করে দিতেই হবে।

এদিকে অভিনেত্রীর অভিযোগ প্রসঙ্গে নির্মাতা মেহেদী হাসান হৃদয় বলেন, সিনেমার যে ফিন্যান্সিয়াল বিষয় থাকে সেগুলো ডিরেক্টর আসলে হ্যান্ডেল করে না। সিনেমা যে এক্সিকিউটিভ প্রডিউসার থাকেন তিনিই বিষয়গুলো দেখেন। এটা আমি আসলে প্রথমবারের মতো শুনলাম। আমি জানতামই না যে, এই রকম একটা আর্টিস্টের পেমেন্ট আটকে আছে।

নির্মাতা আরও বলেন, আর উনি যদি আমাকে ফোন দিয়ে থাকেন, আসলে অনেক সময় অপরিচিত নাম্বার থেকে ফোন আসলে ধরা হয় না। উনার নাম্বার আমার কাছে নাই। হয়তো ব্যস্ততার জন্য ফোন ধরা হয়নি। উনি যদি একটা টেক্সট করে রাখতেন তাহলে হয়তো কথা বলতাম। আর উনার সঙ্গে আমি কন্টাক্ট করিনি।

হৃদয় জানান, এই অভিনেত্রীর সঙ্গে স্টুডিওর অনিক নামের একজন ডাবিংয়ের জন্য যোগাযোগ করেন। তার পক্ষ থেকে কোনো রকম যোগাযোগ করা হয়নি।

প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমায় শাকিব-ইধিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। একটি আইটেম গানে কোমড় দুলিয়েছেন নুসরাত জাহান।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।