ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, আগস্ট ১, ২০২৫
১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ 

ইত্যাদি’র একটি সংকলিত পর্ব শুক্রবার (০১ আগস্ট) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। ২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদি’র এই পর্বটি ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বসম্পন্ন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল।

ইত্যাদি’র এই পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফর গেয়েছেন একটি প্রেমের গান। এখন যেহেতু বর্ষাকাল, তাই ইত্যাদি’র টাঙ্গাইল পর্ব থেকে বৃষ্টি নিয়ে লেখা একটি মিষ্টি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। দু’টি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত করেছেন আলী আকবর রুপু।

এ পর্বে রয়েছে নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী গ্রামের এক প্রতিবন্ধী নারী বানু আক্তারের ওপর একটি মর্মস্পর্শী প্রতিবেদন। ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের ওপর রয়েছে প্রতিবেদন। রয়েছে একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের ওপর অনুসন্ধানী প্রতিবেদন।

এ ছাড়াও, একটি ফলোআপ প্রতিবেদনসহ বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে ভারতের আগ্রার তাজমহলের ওপর প্রতিবেদন। নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদি’র বিভিন্ন পর্ব থেকে সংকলন করা কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারো যথারীতি রয়েছে নানী-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এ পর্বটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।