ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

বিনোদন

‘বর্ষা বিহনে’ সজল ও নাদিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, জুলাই ১০, ২০২৫
‘বর্ষা বিহনে’ সজল ও নাদিয়া আব্দুন নূর সজল ও সালহা খানম নাদিয়া

আসছে হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে নাটক ‘বর্ষা বিহনে’। যেখানে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা আব্দুন নূর সজল ও সালহা খানম নাদিয়া।

রেজাউর রহমান রিজভীর রচনা ও ওয়ালিদ আহমেদের পরিচালনায় নির্মিত নাটকটি শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে এশিয়ান টিভিতে। এ ছাড়া প্রচারের পরপরই সাদামাটা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলেও এটি মুক্তি দেওয়া হবে।

জানা যায়, নাটকের গল্প আবর্তিত হয়েছে সম্পর্ক, ভালোবাসা ও জীবনের জটিলতা ঘিরে। এতে আরও অভিনয় করেছেন সুষমা সরকার, তুর্জা নীল, আফরোজা মোমেন, খালেদা বেলা, নিয়ামুল মুক্তা ও আনিতা আকিল।

আরএনএন প্রডাকশন নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন আফরোজা মোমেন। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সায়েরা সান-উম নুসাকা। আবহসংগীতে ওয়ালিদ আহমেদ।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।