ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

সালমানকে খারাপ অভিনেতা বললেন কারিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, মে ২৭, ২০২৫
সালমানকে খারাপ অভিনেতা বললেন কারিনা!

‘সিকান্দার’ সিনেমার ভরাডুবির পর সালমান খানের স্টারডম নিয়ে প্রশ্ন তুলে উঠেছিল। লাগাতার ব্যর্থতায় বলিউড ভাইজানকে কম কটাক্ষের শিকার হতে হয়নি! কেন আর আগের মতো ব্যবসা দিতে পারছেন না তার সিনেমা? এমন আলোচনার মাঝেই ভাইরাল সালমানকে নিয়ে কারিনা কাপুরের বিস্ফোরক মন্তব্য!

শাহরুখ খানই বলিউড সাম্রাজ্যের প্রকৃত বাদশা, অনেক আগেই বলেছিলেন কারিনা।

এবার হিন্দি সিনেপাড়ার খান সাম্রাজ্য নিয়ে নবাব বেগমের মুখে বড় কথা!

ক্যারিয়ারে বিভিন্ন সময়ে বলিউডের সব ‘খান’দের সঙ্গেই জুটি বেঁধেছেন এই অভিনেত্রী। তিন খানের মধ্যে প্রথম শাহরুখের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছিলেন ‘অশোকা’। পরে ‘রা ওয়ান’ সিনেমায় তাদের একসঙ্গে দেখা যায়।  

এদিকে আমির খানের সঙ্গে ‘থ্রি ইডিয়টস’, ‘লাল সিং চাড্ডা’র মতো সিনেমায় অভিনয় করেছেন কারিনা। প্রথম সিনেমা সুপারহিট হলেও দ্বিতীয়টি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

খান সাম্রাজ্যের মধ্যে সালমানের সঙ্গে সব থেকে বেশি জুটি বেঁধেছেন কারিনা। সেই ‘বডিগার্ড’ থেকে শুরু, তারপর ‘কিউঁ কি’, ‘ম্যায় অউর মিসেস খান্না’র মতো একাধিক সিনেমার জুটি তারা। তাদের রসায়নও দর্শকমহলে বেশ প্রশংসিত। এরপরও কারিনার ভাষ্য, ‘সালমান খান মোটেই ভালো অভিনেতা নন। ’

উমেশ জিভনানির সঙ্গে এক সাক্ষাৎকারে বলিউডের তিন খানকে নিয়ে মুখ খোলেন কারিনা। সেখানেই বলিউড বাদশার বন্দনা করে তিনি বলেন, ‘শাহরুখকে আমি প্রচণ্ড ভালোবাসি। ওর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করো না। ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যাব! অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান এই দুই অভিনেতার বরাবরের ভক্ত আমি। ’

আর মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ব্যাপারে করিনার উত্তর, ‘‘আমিরও ভালো। ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমাগুলোতে ওকে আমার ভালো লেগেছিল। তবে সব খানদের মধ্যে আমি শাহরুখের ভক্ত। ”

বাকি রইল বলিউড ভাইজান। সালমানের ব্যাপারে কারিনার স্পষ্ট জবাব, ‘সালমান অভিনেতা হিসেবে খুব খারাপ। আমার তাকে একদম পছন্দ নয়। আমি কোনও দিন সালমান ভক্ত ছিলাম না। আমি তো তাকেও বলি, সবসময় এত অতিরঞ্জিত করে সবকিছু। ’ 

কারিনা কাপুরের সেই অতীত সাক্ষাৎকার বর্তমানে আবারও সামাজিকমাধ্যমে ভাইরাল। এ নিয়ে বর্তমানে নেটপাড়ায় আবারও হইচই শুরু হয়েছে!

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।