ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

পূর্ণিমাকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট স্বামীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, মে ২৭, ২০২৫
পূর্ণিমাকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন পোস্ট স্বামীর

তিন বছর আগে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। সে হিসাবে আজ (২৭ মে) তাদের তৃতীয় বিবাহবার্ষিকী।

২০২৪ সালের আজকের এই দিনে একাধিক ছবি শেয়ার করে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছিলেন পূর্ণিমা। আর এবার বিবাহবার্ষিকীর প্রথম প্রহরে পূর্ণিমাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মনের কথা প্রকাশ করলেন রবিন।

তার কথায়, ‘আলহামদুলিল্লাহ, আজ আমাদের বৈবাহিক জীবনের তিন বছর পূর্ণ হলো- যা ছিল ভালোবাসা, ধৈর্য আর অগণিত স্মৃতির এক অসাধারণ যাত্রা। ’

ফেসবুকে রবিন আরও লেখেন, ‘আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে, তিনি আমাকে দিলারা হানিফ পূর্ণিমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছেন। যে আমাকে বোঝে, সমর্থন দেয় আর সবসময় আমার পাশে থাকে। তুমি আমাদের এই পথচলাকে এতটা বিশেষ করে তুলেছো, আমি এর চেয়ে বেশি কিছু চাওয়া কল্পনাও করিনি। ’

তাদের বন্ধন আরও গভীর হোক উল্লেখ করে রবিন বলেন, ‘আমার প্রিয় স্ত্রী, তুমি আমার শান্তি, শক্তি। আমি দোয়া করি, আমাদের বন্ধন দিনে দিনে আরও গভীর হোক এবং আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপে বরকত দান করুন। ’

প্রসঙ্গত, ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন চিত্রনায়িকা পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যাসন্তানের মা হন। তবে ২০২২ সালে এসে নিজের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। তখন জানান, আশফাকুর রহমান রবিনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।