ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

বিনোদন

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে নুসরাত ফারিয়াকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, মে ১৮, ২০২৫
হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে নুসরাত ফারিয়াকে নুসরাত ফারিয়া

ঢাকা: ঢাকায় সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

তবে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার মামলার আসমি নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলমান আছে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ মে) রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, এখন পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়নি। প্রক্রিয়াধীন আছে। আশা করা হচ্ছে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রিমান্ডের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।

এদিন বিকেলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকেল চারটার দিকে তাকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

জানা যায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামীলীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।