ঝড় না, এবার দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেওয়া হয়েছে ভয়াবহ দুর্যোগের পূর্বাভাস। তাপমাত্রা অথবা বাতাসের গতিবেগ অস্বাভাবিক রকম বাড়তে পারে, আসতে পারে মহাবিপদ সংকেত।
কারণ, চলে এসেছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার ফোরকাস্ট। ‘তাণ্ডব’ সিনেমার ১ মিনিট ৪১ সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশে এভাবেই দেওয়া হলো সতর্ক বার্তা।
এমন কিছু একটা ঘটতে চলেছে, তার ধারণা করা যাচ্ছিল ঘোষণা থেকেই। সুপারস্টার শাকিব খান এবং নির্মাতা রায়হান রাফী দ্বিতীয়বার একসঙ্গে হওয়ার মাধ্যমেই সেই ধারণা করতে থাকেন অনেকে। এর প্রথম আভাস পাওয়া যায় ফার্স্টলুক পোস্টারে। সেখানে শরীরে আগুন নিয়ে শাকিব খান যেভাবে হেঁটে আসার ভঙ্গিতে ছিলেন, তাতে তাণ্ডব ছাড়া অন্য কিছু মনে হওয়ার সুযোগ ছিল না। ভক্ত-দর্শকরাও চমকে গিয়েছিলেন শাকিব খানের নতুন অবতারে।
এবার সেই চমকের মাত্রা বহুগুণে বাড়িয়ে দিলেন পরিচালক রায়হান রাফী। রোববার (১৮ মে) দিনের প্রথমার্ধে প্রকাশ পেয়েছে কোরবানি ঈদের প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’র ফোরকাস্ট। যেখানে নতুন ঢংয়ের কিছু দৃশ্য, শাকিব খানের নতুন অবতার উত্তাল করেছে অনলাইন মাধ্যম। ভক্ত দর্শকদের উন্মাদনায় মনে হচ্ছে, দেশে ‘তাণ্ডব’ সিজন শুরু হয়ে গেছে।
পূর্বাভাসে দেখা গেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। হঠাৎ করে অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে তাকে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া আহসান।
টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্কটি পড়ে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়। কোনো প্রকার ইঙ্গিত দেননি পরিচালক। রায়হান রাফী বলেন, এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। কারণ প্রকৃতিতে ‘তাণ্ডব’ উঠতে যাচ্ছে। ‘তাণ্ডব’র সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়।
‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা সাবিলা নূর। তবে জানা যায়নি জয়া আহসানের চরিত্র সম্পর্কে। আরও থাকছেন এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকী। সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকরা।
এনএটি