ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

বিনোদন

‘লিভ ইন’ করতে চান সামান্থা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, মে ১৭, ২০২৫
‘লিভ ইন’ করতে চান সামান্থা! সামান্থা রুথ প্রভু।

ভারতের দক্ষিণী সিনেমার এক সময়ের তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তাদের সংসারে বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছেন সামান্থা।

একদিকে ডিভোর্স, অন্যদিকে ‘মায়োসিস’ নামের বিরল অসুস্থতা, দু’দিক থেকেই ভেঙে পড়েছিলেন তিনি। তবু থেমে থাকেননি। আবারও নিজেকে গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।  

এবার শোনা যাচ্ছে, নতুন করে প্রেম শুরু করেছেন সামান্থা। যার কেন্দ্রে রয়েছেন পরিচালক রাজ নিদিমোরু। ‘সিটাডেল: হানি বানি’ সিরিজে কাজ করার সময় নাকি তাদের বন্ধুত্ব গাঢ় হয়। এরপর থেকেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে নানা জায়গায়।

তবে সম্পর্ক নিয়ে কেউই মুখ খোলেননি এখনও। তবে সামান্থার ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবি নতুন করে উস্কে দিয়েছে গুঞ্জন। ছবিতে দেখা যায়, এক ফ্লাইট ভ্রমণের সময় রাজের কাঁধে মাথা রেখেছেন সামান্থা। সেই ছবিই এখন আলোচনার কেন্দ্রে।

এবার সামান্থার ঘনিষ্ঠ এক সূত্র জানাচ্ছে, সামান্থা ও রাজ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ের কথা ভাবছেন না তারা। বরং লিভ ইন করতেই আগ্রহী। ইতোমধ্যেই নতুন করে ঘর খোঁজা শুরু করেছেন।

এদিকে, ২০১৫ সালে পরিচালক শ্যামলী দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজ নিদিমোরু। সেই সম্পর্ক ভেঙে যায় ২০২২ সালে।

অন্যদিকে, ২০২১ সালে নাগা চৈতন্যর সঙ্গে সামান্থার বিচ্ছেদ হয়। গুঞ্জন আছে, অভিনেতা শোভিতা ধুলিপালার প্রতি নাগার আসক্তিই ছিল সেই ডিভোর্সের মূল কারণ। পরবর্তীতে সেই শোভিতাকেই বিয়ে করে সুখের সংসার বেঁধেছেন নাগা।  

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।