ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

নাটকের টাইটেল গানে কণ্ঠ দিলেন শাহনাজ বেলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, এপ্রিল ২৯, ২০২৫
নাটকের টাইটেল গানে কণ্ঠ দিলেন শাহনাজ বেলী

দীর্ঘ পাঁচ বছর পর নাটকের গান গাইলেন ফোক গানের পরিচিত শিল্পী শাহনাজ বেলী। ‘রঙ্গিলা পুতুল’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকের টাইটেল গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী ও সুমন কল্যাণ।

গানটির কথা লিখেছেন আশিক বন্ধু। সুর সংগীত সুমন কল্যাণ। রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে ।

গীতিকার আশিক বন্ধুর সঙ্গে শাহনাজ বেলী

রেকর্ডিং শেষে সংগীতশিল্পী শাহনাজ বেলী বলেন, আশিক বন্ধু গানটি লিখে যখন সুরসহ পাঠাল, প্রথমবার শুনেই গানটির প্রেমে পড়েছি। সঙ্গে সঙ্গেই গানটি খালি গলায় গেয়েছি। রেকর্ডিংয়ে ফাইনাল কণ্ঠ দিয়ে অত্যন্ত আনন্দিত আমি। একটা নতুন ধারাবাহিক নাটকের চমৎকার একটা গান দিয়ে আমার শ্রোতা দর্শকদের কাছে ফিরছি। দর্শকরা নাটকের গানটি শুনে বেশ বিনোদিত হবেন।

জানা গেছে, শামস করিমের পরিচালনায় মানস পালের রচনায় ‘রঙ্গিলা পুতুল’ ধারাবাহিক নাটকের প্রচার অচিরেই শুরু হবে। বর্তমানে ঢাকার অদূরে একটানা শুটিং চলছে বিভিন্ন লোকেশন। তারই ধারাবাহিকতায় নাটকের টাইটেল গানটির রেকর্ড হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:৫৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।