ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

বায়োডাটা চেয়ে মিলা জানালেন কেমন পাত্র প্রয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৪, এপ্রিল ২৭, ২০২৫
বায়োডাটা চেয়ে মিলা জানালেন কেমন পাত্র প্রয়োজন

দীর্ঘদিন ধরেই সিঙ্গেল জীবন যাপন করছেন জনপ্রিয় রক গায়িকা মিলা ইসলাম। বিয়ের জন্য নাকি ছেলে খুঁজে পাচ্ছেন না! সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছেন এই তারকা।

সেখানেই এমন মন্তব্য করেন।  

সাক্ষাৎকারে মিলা বলেন, আমি অনেকদিন থেকে অপেক্ষা করছি, আমাকে কেউ কেন জিজ্ঞেস করছে না আপনার কী প্রেম হয়েছে কখন বিয়ে করছেন। আপনি এখন কী করছেন, আপনার বিয়ে কখন হবে।

বিয়ে প্রসঙ্গে এই সংগীত তারকার ভাষ্য, সমস্যা হচ্ছে, আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন কাজ। বিয়ে হওয়াটা গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে দরকার একজন জীবনসঙ্গী যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে, আপনারা বায়োডাটা পাঠান। আমি চাই যে গুড লুকিং হ্যান্ডসাম হোক। পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। মায়া থাকতে হবে অনেক শেষে বলবো পশু-পাখির জন্য মায়া থাকতে হবে।

মিলা আরও বলেন, আমাদের জেনারেশন পরিবর্তন হয়েছে, আমাদের বাবা-মায়ের সময় তারা এক রকমের সংসার করেছে। এখনকার জেনারেশন আরেকভাবে সংসার করে। টাকা আয় করা গুরুত্বপূর্ণ তবে টাকাওয়ালা জামাই আমি চাই না।

২০০৬ সালে প্রকাশ হয় মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’। ২০০৮ সালে তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ আল মুক্তাদির ফিচারিং মিলা চ্যাপ্টার-২ প্রকাশ হয়। ২০০৯ সালে ফুয়াদ ফিচারিং মিলা রি-ডিফাইন্ড প্রকাশ হয়। বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিলা।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।