ঢাকা, শনিবার, ১২ বৈশাখ ১৪৩২, ২৬ এপ্রিল ২০২৫, ২৭ শাওয়াল ১৪৪৬

বিনোদন

‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভাজনের চেষ্টা’, পহেলগাঁও ইস্যুতে সোনাক্ষী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভাজনের চেষ্টা’, পহেলগাঁও ইস্যুতে সোনাক্ষী

হিন্দু পরিবারের মেয়ে হয়ে জাহির ইকবালকে বিয়ের পর একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে সোনাক্ষী সিনহাকে। শোনা যায়, ভিন্নধর্মী বিয়ের কারণেই নাকি তার পরিবারের মাঝেও অশান্তি হয়েছে! বিয়েতে অংশ নেননি অভিনেত্রীর দুই ভাইও।

তবে সব সমালোচনা উপেক্ষা করে সুখের ঘর করছেন এই অভিনেত্রী।  

তাই তো পহেলগাঁওয়ের হামলার ঘটনায় যখন সাম্প্রদায়িক বিভাজন নীতিতে সরগরম সামাজিকমাধ্যম, তখন সংশ্লিষ্ট ‘ইস্যু’তে সরব হলেন সোনাক্ষী সিনহা।

ন্যাশনাল কংগ্রেস পার্টির মুখপাত্র অনীশ গাওয়ান্ডের পোস্ট শেয়ার করে সোনাক্ষী চোখে আঙুল দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হিন্দু-মুসলিম বিভাজনের বীজ পুঁতে দেওয়া হচ্ছে ভারতীয়দের মনে। ’ 

কী লেখা ওই পোস্টে? অভিনেত্রীর শেয়ার করা পোস্টে দাবি করা হয়েছে, সন্ত্রাসবাদীদের লক্ষ্য শুধু নিরীহ মানুষদের হত্যা করা ছিল না, বরং তাদের আসল উদ্দেশ্য ছিল দেশবাসীর মনে অবিশ্বাস তৈরি করা। ভারতীয় হিন্দুদের ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঠেলে দেওয়া। দুই সম্প্রদায়ের প্রতিবেশী এবং বন্ধুদের মধ্যে অবিশ্বাসের বিষ ছড়িয়ে দেওয়া। এটা একেবারেই ইচ্ছাকৃত ক্যাম্পেন।

ওই পোস্টে আরও বলা হয়েছে, পহেলগাঁওয়ের ঘটনায় ভারতীয় হিসেবে শোক করার পরিবর্তে, আমাদের হিন্দু হিসেবে শোকপ্রকাশ করতে বলা হচ্ছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতীয় হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে সম্প্রীতির মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু দেশবাসীর এই মনোকষ্টকে হাতিয়ার করে এক ভারতীয়কে অন্য ভারতীয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার এই প্রবণতা ক্ষমার অযোগ্য।

এমন পোস্ট শেয়ার করে দেশবাসীর প্রতি সোনাক্ষী সিনহার অনুরোধ, দয়া করে বিভাজননীতি ছড়িয়ে দেওয়া এই মানুষগুলোকে জিততে দেবেন না।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।