ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

বিনোদন

ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরির পথে শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরির পথে শাহরুখ! শাহরুখ খান

‘মেট গালা’র রেড কার্পেটে ভারতীয় সুন্দরীরা অনেক আগে থেকেই দ্যুতি ছড়াচ্ছেন। ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই এই ফ্যাশন ইভেন্টে ভারতীয়দের যাত্রা শুরু হয়।

এরপর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন।

এবার বলিউড থেকে জনপ্রিয় ফ্যাশন শোটিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। কয়েকদিন আগে এই খবর জানা গেছে। তবে এবার জানা গেছে আরও চমকপ্রদ খবর। সেটি হচ্ছে- প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে নাকি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন বলিউডের কিং খান শাহরুখ খান। ম্যানেজার পূজা দাদলানির এক ইঙ্গিতেই জল্পনার সূত্রপাত।

বর্তমানে আসন্ন সিনেমা ‘কিং’র কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন শাহরুখ খান। অন্যদিকে আইপিএলের সময়ে শাহরুখের আলাদা ব্যস্ততা থাকে। এমন আবহেই বলিউডে কানাঘুষো, মেট গালার রেড কার্পেটে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হাঁটবেন বাদশা।

এই জল্পনার সূত্রপাত হয়, ‘ডায়েট সব্য’র অ্যাকাউন্টের একটি পোস্ট থেকে। যেখানে লেখা- অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় বিনোদুনিয়ার দুই মহীরুহ এবার নিজেদের শৈল্পিক দক্ষতার মেলবন্ধন ঘটাতে চলেছে। একজন বলিউডে সেরা সুপারস্টার, অন্যজন ভারতের বর্তমান প্রজন্মের সবথেকে বড় ফ্যাশন ডিজাইনার। ২০২৫ সালের মেট গালার জন্য জুটি বাঁধতে চলেছেন তারা। আর এই বলিউড আইকন নিজের কেয়ারলেস সাজপোশাক নিয়ে এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছেন।

এর ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘এবারের মেট গালা উত্তেজনাপূর্ণ হতে চলেছে। ’ এরপর থেকেই শাহরুখের মেড গালায় যোগ দেওয়ার গুঞ্জন শুরু হয়। তবে সেই জল্পনা আর আলোচনায় আসে এই পোস্টে বলিউড বাদশার ম্যানেজার পূজা দাদলানির এক লাইকে!

গতবার সব্যসাচীর পোশাকে রেড কার্পেটে মাতিয়েছিলেন আলিয়া ভাট। এবার কি তবে শাহরুখ খানের পালা? এ নিয়ে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। যদিও শাহরুখ খানের পক্ষ থেকে এ নিয়ে কোন মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

এদিকে, ‘ডায়েট সব্য’র পোস্টে ‘কেয়ারলেস পোশাকে’র উল্লেখ থাকায় অনেকে আবার রণবীর সিংয়ের কথাও ভাবছেন।  

প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট অনুষ্ঠিত হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।