ঢাকা, মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩১, ০৮ এপ্রিল ২০২৫, ০৯ শাওয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় আসছেন পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
ঢাকায় আসছেন পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ মুস্তফা জাহিদ। ফাইল ফটো

‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’, ‘ভুলা দেনা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন।  আগামী ১১ এপ্রিল চায়না-বাংলাদেশ এক্সিবেশন সেন্টারে ‘মেলোডি আনলিশড’ শিরোনামের একটি কনসার্টে তিনি গাইবেন।

এটি আয়োজন করেছে মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।

মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন জানায়, ইতোমধ্যে মুস্তফা জাহিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ৯ এপ্রিল তিনি ঢাকায় পৌঁছাবেন।

মুস্তফা জাহিদ ছাড়াও এ কনসার্টে অংশ নিচ্ছেন দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা, যা সংগীতপ্রেমীদের জন্য এক দারুণ অভিজ্ঞতা হতে চলেছে।

এই জমজমাট সন্ধ্যায় আরও পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড একে রাহুল, লেভেল ৫সহ অনেকে।

প্রসঙ্গত, ১৯৮৪ সালের ১৮ ডিসেম্বর পাকিস্তানের লাহোর জন্মগ্রহণ করেন মুস্তফা জাহিদ। তিনি বিখ্যাত রক ব্যান্ড জুনুনের প্রাক্তন প্রধান কণ্ঠশিল্পী আলী আজমতের ভাগনে এবং প্রয়াত সুফি কালাম গায়ক, অভিনেতা, পরিচালক ও প্রযোজক ইনায়েত হোসেন ভাট্টির আত্মীয়।

২০০৭ সালের মাঝামাঝি সময়ে বলিউডের ‘আওরাপান’ সিনেমায় গান করেন মুস্তফা জাহিদ। এরপর ‘আশিকি ২’, ‘রানওয়ে’, ‘রাগিনী এমএমএস ২’, ‘হিরোপন্তি’ ‘এক ভিলেন’সহ ডজনখানেক ছবিতে গান করেছেন পাকিস্তানের এই সংগীতশিল্পী।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।