ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

বিনোদন

রাফীর সঙ্গে ‘বিয়ে-সংসার’ নিয়ে মুখ খুললেন তমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
রাফীর সঙ্গে ‘বিয়ে-সংসার’ নিয়ে মুখ খুললেন তমা রায়হান রাফী ও তমা মির্জা

ঢাকাই সিনেমার এই সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন পুরোনো। নতুন করে খবর চাউর হয়েছে, রাফী-তমা নাকি চুপিসারে বিয়ে করে সংসার করছেন।

সোমবার (৩ মার্চ) ছিল রাফীর জন্মদিন। দিনটি একসঙ্গে উদযাপন করেন পরিচালক-নায়িকা; সঙ্গে ছিলেন রাফীর মা। অনেকটা পারিবারিক আবহ তৈরি হয়েছিল। সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। এরপর থেকেই রাফী-তমার বিয়ের গুঞ্জন শুরু হয়েছে।

বিষয়টি দৃষ্টি এড়ায়নি জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জার। বিষয়টি নিয়ে প্রথমে চুপ থাকলেও নীরবতা ভেঙেছেন এই নায়িকা।

মঙ্গলবার (৪ মার্চ) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তমা মির্জা। যেখানে তিনি বলেন, আমি সংবাদমাধ্যমকে এই ধরনের বিভ্রান্তিকর ও অপ্রয়োজনীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য দৃঢ়ভাবে অনুরোধ করছি।  

তিনি বলেন, আমি একজন শিল্পী আর একজন শিল্পী হিসেবে আমার প্রাথমিক মনোযোগ কাজের দিকে এবং বর্তমানে আসন্ন প্রকল্পগুলোর প্রতি মনোযোগ আমার।

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তমা মির্জা বলেন, তবে যারা দায়িত্বশীল এবং সততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন তাদের সম্মান এবং পেশদারিত্বের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন চিত্রনায়িকা তমা মির্জা। তারপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় তাকে। সবশেষ রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে। এতে তমার সঙ্গে ছিলেন ছোটপর্দার অভিনেতা আফরান নিশো।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।