ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

বিনোদন

প্রযোজকের নামে স্ত্রীর অভিযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
প্রযোজকের নামে স্ত্রীর অভিযোগ

রিয়া বর্মন নামে এক মডেলের সঙ্গে পরকিয়ার অভিযোগ করেছেন প্রযোজক সারোয়ার জাহান বাপ্পীর স্ত্রী রুকাইয়া তাহসিনা অন্তরা। অন্তরা সারোয়ারের দাবি, মডেল রিয়ার সঙ্গে পরকিয়ার জেরে তিন সন্তানের মুখের দিকে না তাকিয়ে তালাকের নোটিশ দিয়েছে এই প্রযোজক।

এই প্রযোজকের তিন সন্তান। যার মধ্যে এক সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। অন্তরা সারোয়ার বলেন, তার সন্তান ক্যান্সার আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অথচ সে দেখতেও আসে না। সে অসুস্থ বাচ্চার খবরত রাখেনা অথচ মডেল রিয়া বর্মনকে নিয়ে বিভিন্ন রিসোর্টে ঘুরে বেড়ায়। আমি সন্তান নিয়ে অসহায়ের মতো আছি। আমি যখন এগুলো নিয়ে ঝগড়া করি মিডিয়ার নির্মাতা অন্যন্যা আর্টিষ্টদের জানাই, তখন সারোয়ার (প্রযোজক) তাদের বলে- আমি মানসিক ভাবে অসুস্থ। এমনকি গত বছরের সেপ্টেম্বর মাসের ১৪,১৫ তারিখ রিসোর্টে সেই মেয়েকে নিয়ে ছিল সে। আর আমি হাসপাতালে ভর্তি বাচ্চা নিয়ে।

বিষয়টি নিয়ে এই প্রযোজকের স্ত্রী মডেল রিয়া বর্মনের সঙ্গেও কথা বলেন। তাকে অনুরোধ করেন যাতে তার সংসার নষ্ট না করে। এতেও কর্ণপাত করেনি রিয়া বলে দাবি অন্তরা সারোয়ারের। তিনি আরও বলেন, আমি অনুরোধ করলে তা কর্ণপাত না করে উল্টো আমাকে হুমকি দেয় রিয়া। পরে আমি তাদের দুজনের(প্রযোজক সারোয়ার জাহান বাপ্পী ও রিয়া বর্মন) নামে মামলা করি। উল্টো সেই মেয়ের কথা ধরে আমাকে তালাকের নোটিশ দেয় সারোয়ার। আমার ছোট বাচ্চার বয়ম ৫ মাস। আমি এখন কি করব আমি বুঝতে পারছি না। ক্যান্সার আক্রান্ত বাচ্চার দেখাশোনা করব নাকি ছোট বাচ্চাকে সামলাবো! মানসিক ভাবে খুব অসহায় হয়ে গেছি।

অভিযোগ প্রসঙ্গে জানতে মডেল রিয়া বর্মনের সঙ্গে গণমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ব্যস্ততার কথা জানিয়ে কল কেটে দেন। অন্যদিকে, প্রযোজক সারোয়ার জাহান বাপ্পীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।