ঢাকা, মঙ্গলবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

সুন্দর, স্বচ্ছ পরিবেশে নির্বাচনের প্রত্যাশা অস্ট্রেলিয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৫, জুন ২৬, ২০২২
সুন্দর, স্বচ্ছ পরিবেশে নির্বাচনের প্রত্যাশা অস্ট্রেলিয়ার জেরেমি ব্রুআর

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুন্দর, খোলামেলা ও স্বচ্ছ পরিবেশ দেখতে চায় অস্ট্রেলিয়া।

রোববার (২৬ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এমন প্রত্যাশার কথা জানান দেশটির হাই কমিশনার জেরেমি ব্রুআর।

তিনি বলেন, সিইসি ও আমার মধ্যে খুব সুন্দর আলোচনা হয়েছে। এটা খুব সময়োপযোগী আলোচনা ছিল। নির্বাচনের কারিগরি ও অন্যান্য উপকরণ নিয়ে আমরা কথা বলেছি।

এই কূটনীতিক বলেন, কিছুদিন আগে আমাদের দেশেও নির্বাচন হলো। খুব সুন্দরভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে। অস্ট্রেলিয়ার তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচনী ব্যবস্থার এমন অনেক সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে আলোচনা হয়েছে। খুব সুন্দর এবং ফলপ্রসু আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দর, খোলামেলা ও স্বচ্ছ পরিবেশে নির্বাচন হতে হবে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জুন ২৬, ২০২২
ইইউডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।