ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন ও ইসি

ইসির সঙ্গে সাক্ষাৎ করলেন রুমিন ফারহানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, সেপ্টেম্বর ২, ২০২৫
ইসির সঙ্গে সাক্ষাৎ করলেন রুমিন ফারহানা আনোয়ারুল ইসলাম সরকার ও রুমিন ফারহানা

ঢাকা: আলোচিত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে সাক্ষাৎ করলেন।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

 

এই নির্বাচন কমিশনার সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে গঠিত কমিটির প্রধান। তবে বৈঠক বিষয়বস্তু সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত কি-না, এ বিষয়ে কোনো পক্ষই কথা বলেননি।

ইসিতে আসার বিষয়ে রুমিন ফারহানা জানান, তার মায়ের ভোটার এলাকা ঢাকায় ছিল। এবার সেটি পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়ায় নিলেন।

সম্প্রতি ইসির শুনানিতে তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের মারামারি ঘটনায় নির্বাচন কমিশনের করা সাধারণ ডায়েরি (জিডি) বৈঠকের আলোচনায় ছিল কিনা-জানতে চাইলে তিনি বলেন, ধরবে? ধরলে ধরবে, অসুবিধা কী। বিগত সরকারের আমলেই তো নয়টা মামলা আছে। এসব নিয়ে ভয় পাই না।

গত ২৪ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের শুনানিতে অংশ নিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির-এনসিপি নেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে রুমিন ফারহানা নিজেকে ধাক্কা মারার অভিযোগ আনেন। ফলে তার কর্মীরাও পাল্টা জবাব দিয়েছে বলে মন্তব্য করেন ওইদিন।  

পরে এনসিপির কেন্দ্রীয় নেতা আতাউল্লাহ তাকে মারধর করা হয়েছে বলে ইসি সচিবের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি বলেন, যদি এ ঘটনার বিচার না হয় তবে প্রধান নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে।

এ নিয়ে ইসির পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় জিডি করা হয়। ইসি সচিব আখতার আহমেদ ইতোমধ্যে এ বিষয়ে বলেছেন, পুলিশের কাছে একটা সাধারণ ডায়রি করেছি, যেখানে আমরা পুলিশকে দায়িত্ব দিয়েছি। পুলিশকে বলেছি যে, আপনারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, এমন না হওয়াটাই কাম্য ছিল। এটিকে সবার জন্য দুঃখজনক ঘটনা বলেও উল্লেখ করেন আখতার আহমেদ।  

ইইউডি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।