ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

নির্বাচন ও ইসি

সাধারণ পাসপোর্টধারী প্রবাসীদেরও ভোটের ব্যবস্থা করতে বলল বিএনপি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, আগস্ট ১৭, ২০২৫
সাধারণ পাসপোর্টধারী প্রবাসীদেরও ভোটের ব্যবস্থা করতে বলল বিএনপি  প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, শুধু জাতীয় পরিপত্র (এনআইডি) বা ই-পাসপোর্সধারী নয়, সাধারণ পাসপোর্টধারী প্রবাসীরাও যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।

রোববার (১৭ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

নজরুল ইসলাম খান বলেন, আমাদেরই দাবির পরিপ্রেক্ষিতে প্রবাসী যারা আছেন, আমাদের ভাই-বোনরা তাদের ভোটাধিকার অর্জনের জন্য আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং আমাদের ৩১ দফা কর্মসূচিতে প্রবাসীদের ভোটের অধিকারের কথা বলা আছে। তো আমরা তাদের সম্পর্কে জানতে চেয়েছি।

 তিনি বলেন, প্রবাসী ভোটের ব্যাপারে যেটা তারা বলেছেন যে, যাদের এনআইডি আছে, ই পাসপোর্ট বা আপনি ডিজিটাল পাসপোর্ট এমআরপি আর কি, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। তারা (ইসি) আশা  করছে যে, তারা আসন্ন নির্বাচনে তাদের ভোটের উপযোগী করে তুলতে পারবে। আমরা তাদের অনুরোধ করেছি যে, এর বাইরে যাদের সাধারণ পাসপোর্ট আছে, যদিও আমরা জানি যে সেই সাধারণ পাসপোর্ট হোল্ডার যারা, তাদের মধ্যে কিছু ভুয়া পাসপোর্টও থাকতে পারে, যারা আসলেই আমাদের নাগরিক না এমন লোকও থাকতে পারে।

নজরুল ইসলাম খান আরও বলেন, ভুয়া পাসপোর্টধারীদের ক্ষেত্রে আমরা অনুরোধ করেছি যে, তাদেরও ভোটার করার চেষ্টা করেন এবং তাদের পাসপোর্ট, তাদের ছবি, তাদের বাবা-মার নাম ঠিকানা এগুলো আপনারা একটু চেক করেন বাংলাদেশে। তাহলে এটা বের হবে যে এটা ভুয়া, কি ভুয়া না। যদি দেখা যায় যে এটা সঠিক আছে তাহলে তারা যাতে ভোট দিতে পারে, সে ব্যাপারে আপনারা একটু চেষ্টা করতে পারেন। সময় খুব বেশি নাই। তারা বলেছে তারা চেষ্টা করবে।

সিইসির সঙ্গে বৈঠকে ইসি সচিব ও নজরুল ইসলাম খানের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।

ইইউডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।