ঢাকা, বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

নির্বাচন ও ইসি

বাঘ প্রতীকে ফের ভোট করতে চায় পিডিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
বাঘ প্রতীকে ফের ভোট করতে চায় পিডিপি

ঢাকা: বাঘ প্রতীক নিয়ে ফের নির্বাচন করতে চায় প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। এজন্য নিবন্ধন ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে আবেদনও করেছে দলটি।

বুধবার (২৩ এপ্রিল) পিডিপির মহাসচিব হারুন আল রশিদ খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ আবেদন করে।

ইসি কর্মকর্তারা বলছেন, কোনো দল নিজ দলের প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধন থাকতে হয়। কিন্তু দলটির নিবন্ধন বাতিল হওয়ায় বর্তমানে সে সুযোগ নেই। তাই ফের তারা নিবন্ধন পেতে সিইসির কাছে আবেদন করেছে।

এদিকে পিডিপির মহাসচিব হারুন আল রশিদ খান সিইসির সঙ্গে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের বলেন, আমাদের দল নিবন্ধিত ছিল। কিন্তু ২০২১ সালের ২৮ জানুয়ারি তৎকালীন নির্বাচন কমিশন আমাদের জেলা পর্যায়ে অফিস এবং পর্যাপ্ত সদস্য না পাওয়ার অভিযোগে নিবন্ধন বাতিল করে। তাই নিবন্ধন ফিরে পেতে করণীয় নিয়ে সাক্ষাৎ করেছি। সিইসির দেওয়া পরামর্শ মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রম হাতে নেব।

ইসিতে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমানের নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলন নামের দলগুলোকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এগুলোর প্রায় প্রতিটিই আবেদনের পাঁচ থেকে ছয় বছর পর আদালতের আদেশে নিবন্ধন পেয়েছে। এর আগে ২০১৮ সালেও শর্ত পূরণ না করার কারণ দেখিয়ে ৭৬টি দলের কোনোটিকেই নিবন্ধন দেয়নি ইসি। পরে ২০১৯ সালে ববি হাজ্জাজের দল এনডিএম আদালতের আদেশে নিবন্ধন পেয়েছিল।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালু হয়। এ পর্যন্ত ৫৫টি দল ইসির নিবন্ধন পেলেও পরবর্তীতে শর্ত পূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের নিবন্ধন বাতিল করে ইসি। দলগুলো হলো—জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা। সম্প্রতি নতুন দলগুলোকে নিবন্ধন দিতে আবেদন আহ্বান করেছে ইসি।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।