ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

সাপ্তাহিক ছুটি ২ দিন হলেও শিক্ষার্থীদের ক্ষতি হবে না: দীপু মনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, আগস্ট ২৩, ২০২২
সাপ্তাহিক ছুটি ২ দিন হলেও শিক্ষার্থীদের ক্ষতি হবে না: দীপু মনি

গোপালগঞ্জ: সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।  

তিনি বলেছেন, দুই দিন ছুটি থাকলে বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, যেহেতু আমাদের বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে, সেহেতু এ পরিস্থিতিতে আমরা যেন সাশ্রয় করতে পারি সেজন্যই এ উদ্যোগ নেওয়া।  

তিনি বলেন, সপ্তাহে পাঁচদিন যে ক্লাস হবে, সে পাঁচদিনই আমাদের যে পরিকল্পনা রয়েছে সেই অনুযায়ী আমরা ক্লাস করাব। এতে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে, বরং অন্যান্য কর্মজীবীরা সপ্তাহে যে দুইদিন ছুটি পান, তাদের মতো আমাদের শিক্ষকরাও ছুটি পাবেন।

দীপু মনি আরও বলেন, শিক্ষকরা অন্যদের তুলনায় বছরে ৫১ দিন বেশি কাজ করেন। সেই শিক্ষকরা যদি সপ্তাহে দুইদিন ছুটি পান, সেক্ষেত্রে শিক্ষকরা নিজের একটু কাজ করতে পারবেন। এছাড়া একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচদিন তারা আরও উদ্যোমী হয়ে অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করবেন।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।  

পরে ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি), জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মশিউর, গোপালগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) শাহিদা সুলতানা, জেলা পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়ার পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।