ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

শিক্ষা

কাজলী কলেজিয়েট স্কুলে জাতীয় শোক দিবস পালিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, আগস্ট ১৬, ২০২২
কাজলী কলেজিয়েট স্কুলে জাতীয় শোক দিবস পালিত

ঢাকা: মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী বাজারে অবস্থিত কাজলী কলেজিয়েট স্কুলে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
 
সোমবার (১৫ আগস্ট) স্কুলের আয়োজনে এ উপলক্ষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা এবং শিক্ষক-শিক্ষার্থীদের বক্তব্য অনুষ্ঠিত হয়।

 

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক (গণিত) ওয়ারদাতুল আকমামের সঞ্চালনায় অনুষ্ঠানে কাজলী বাজার মসজিদের ইমাম মাওলানা মো. আব্দুর রহমান জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।  

ঐতিহ্যবাহী কাজলী কলেজিয়েট স্কুল ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটি মাধ্যমিক (সাধারণ ও ভোকেশনাল) এবং কলেজ (ব্যবসায় ব্যবস্থাপনা) পর্যায়ে পাঠদান করছে।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।