ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

টিএসসিতে ‘পথশিশু ও কুকুর’ নিয়ে ঢুকতে মানা, সমালোচনার পর নোটিশ প্রত্যাহার

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, জুলাই ২৫, ২০২২
টিএসসিতে ‘পথশিশু ও কুকুর’ নিয়ে ঢুকতে মানা, সমালোচনার পর নোটিশ প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘পথশিশু ও কুকুর’ নিয়ে প্রবেশে নিষেধের নোটিশটি সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৫ জুলাই) টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক সৈয়দ আলী আকবর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

রোববার টিএসসির প্রধান ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ সাঁটানো হয়। এতে লেখা হয়, ‘পথশিশু ও কুকুর নিয়ে টিএসসির অভ্যন্তরে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হলো—নির্দেশক্রমে: টিএসসি কর্তৃপক্ষ’।

টিএসসির কর্মচারীরা জানান, রোববার বিজ্ঞপ্তিটি লাগানো হলে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা এর সমালোচনা করেন। পরবর্তীতে নোটিশটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

জানতে চাইলে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক বাংলানিউজকে বলেন, এখন কোনো ধরনের নোটিশ নেই।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।