ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

শিক্ষা

শিক্ষক লাঞ্ছনা-হত্যার বিচার দাবি ঢাবিতে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, জুন ২৮, ২০২২
শিক্ষক লাঞ্ছনা-হত্যার বিচার দাবি ঢাবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): নড়াইলে ভারপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতোর মালা পরিয়ে লাঞ্ছনা ও সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ এর ব্যানারে এ মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য রাখেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ।

অধ্যাপক মিহিল লাল সাহা বলেন, বিচারহীনতার সমাজে কখন বিচার হবে? যারা বিচার করবেন, দেখা যায় যে তারাই ঘটনার সঙ্গে যুক্ত। প্রশাসন বলছে, ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে। ঘটনায় জড়িত ব্যক্তিদের আগে ধরে প্রকাশ্যে জুতার মালা পরাতে হবে। তাদের আগে জুতার মালা পরিয়ে শিক্ষকের সামনে দাঁড় করাতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।