ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

শিক্ষা

ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩১, জুন ৬, ২০২২
ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা জান্নাতুল মাওয়া দিশা

রাবি: গলায় ফাঁস দিয়ে জান্নাতুল মাওয়া দিশা নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।  

সোমবার (৬ জুন) বিকেলে ঢাকায় তার স্বামীর বাসায় এ ঘটনা ঘটে।

নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক এসএম ফারুক হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত জান্নাতুল মাওয়া দিশা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোর।

সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দু'বছর আগে দিশার বিয়ে হয়। স্বামীর ব্যবসা সূত্রে প্রতি সপ্তাহে তিনি ঢাকায় যেতেন। গত তিনদিন আগে তিনি ঢাকায় যান। সোমবার বিকেলে তার নিজ রুমে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জানতে চাইলে নাট্যকলা বিভাগের সভাপতি অধ্যাপক এসএম ফারুক হোসাইন বাংলানিউজকে বলেন, দিশা মারা গিয়েছে এটা আমি জেনেছি। এটি অত্যন্ত দুঃখজনক। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কেন মারা গিয়েছে এ সম্পর্কে এখনো কিছু জানি না। তার মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।