ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

রাবিতে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা নিয়ে সেমিনার 

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, মে ৩১, ২০২২
রাবিতে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা নিয়ে সেমিনার 

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ আয়োজিত বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচাভিত্তিক বঙ্গবন্ধু ইন প্রিজন দ্য প্রিজন ডায়েরিজ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৩১ মে) দুপুরে প্রকৌশল অনুষদ গ্যালারিতে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টির পরিচালক প্রফেসর ফকরুল আলম। সেমিনারে আলোচক ছিলেন ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম।

ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাবি উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম।

এতে বিভিন্ন বিভাগের প্রায় ২০০ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ৩১, ২০২২ 
এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।