ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

শিক্ষা

শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে নতুন ৬ সহকারী প্রভোস্ট

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, মে ৩১, ২০২২
শাবিপ্রবির সৈয়দ মুজতবা আলী হলে নতুন ৬ সহকারী প্রভোস্ট

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলে নতুন ছয় সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তাঁরা।

নিয়োগপ্রাপ্তরা সহকারী প্রভোস্টরা হলেন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং অব বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক মো. হযরত আলী, সহকারী অধ্যাপক আসিফ মাহমুদ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পঙ্কজ কুমার দাশ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, স্থাপত্যবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ মজুমদার ও ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের প্রভাষক মাহাবুব আলম।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মে ৩১, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।