ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

বিডিএস ভর্তি পরীক্ষা রাজশাহীর ৬ কেন্দ্রে অনুপস্থিত ১৬৬৬ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৭, এপ্রিল ২৩, ২০২২
বিডিএস ভর্তি পরীক্ষা রাজশাহীর ৬ কেন্দ্রে অনুপস্থিত ১৬৬৬ 

রাজশাহী: রাজশাহীর ছয়টি কেন্দ্রে শুক্রবার (২২ এপ্রিল) বিডিএস কোর্সের (২০২১-২০২২ শিক্ষা বর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলে।

রাজশাহীর এই ছয়টি কেন্দ্রে ১ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) অধ্যক্ষ ডা. নওশাদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজশাহীর ছয়টি কেন্দ্রে ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) কোর্সের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্র এলাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। তবে কোনো কেন্দ্রে থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজশাহী মেডিক্যাল কলেজ ছাড়াও রাজশাহী কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ ও রাজশাহী সরকারি মহিলা কলেজে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৯ হাজার ২৮৬ জন। এর মধ্যে ৭ হাজার ৬২০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। বাকি ১ হাজার ৬৬৬ জন পরীক্ষায় অংশ নেননি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২২
এসএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।