ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

শিক্ষা

জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৯, নভেম্বর ১১, ২০২১
জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ju-admission.org) ফলাফল প্রকাশ করা হয়।

এবার ‘ডি’ ইউনিটের পরীক্ষায় ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেন ৬৯ হাজার ১২৯ জন ভর্তিচ্ছু। সে অনুযায়ী প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ২১৬ জন। তবে এবার ভর্তি পরীক্ষায় ৩৪ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান বাংলানিউজকে বলেন, ‘ডি’ ইউনিটের পরীক্ষা শেষে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

জাবিতে প্রথম দফায় সাধারণত আসন সংখ্যার দশগুণ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্রাউজ করে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।