ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

শিক্ষা

ধূপখোলা মাঠ রক্ষার দাবিতে 'সংহতি সমাবেশ'

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, অক্টোবর ৪, ২০২১
ধূপখোলা মাঠ রক্ষার দাবিতে 'সংহতি সমাবেশ' সংহতি সমাবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ধূপখোলা মাঠ রক্ষার দাবিতে পুরান ঢাকায় সংহতি সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (৪ অক্টোবর) ধূপখোলা মাঠের সামনে এ সংহতি সমাবেশ করেন তারা।

সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক, বর্তমান  শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয়রা অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা ধূপখোলা মাঠে মার্কেট নির্মাণের তীব্র নিন্দা জানান এবং মাঠ রক্ষায় সবাইকে সিটি করপোরেশনের দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সুমাইয়া সোমা। সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।