ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

শিক্ষা

ঢাবির আইবিএর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ৩০ জুলাই

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, জুন ২০, ২০২১
ঢাবির আইবিএর ভর্তি পরীক্ষার নতুন তারিখ ৩০ জুলাই

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষা আগামী ৩০ জুলাই পুনঃনির্ধারণ করা হয়েছে।  

রোববার (২০ জুন) আইবিএর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, মহামারির কারণে আমাদেরও অন্যান্য ইনস্টিটিউটের পরীক্ষা পেছাতে হয়েছে। আগামী ৩০ জুলাই পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

চলতি মাসের ৪ জুন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গত ২৩ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিতের কথা জানায়।

বাংলোদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুন ২০, ২০২১
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।