ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

নেগোসিয়েশন নয়, জিএসে ফরহাদকেই চাই: জুমা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫৮, সেপ্টেম্বর ১০, ২০২৫
নেগোসিয়েশন নয়, জিএসে ফরহাদকেই চাই: জুমা ফাতিমা তাসনিম জুমা। সংগৃহীত ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমা বলেছেন, ব্যালেন্সের দোহাই দিয়ে নেগোসিয়েশন করে শিক্ষার্থীদের সঙ্গে বিট্রে করার অধিকার কারো নাই।

ছাত্রশিবিরকে ডাকসু নির্বাচনের ফল নিয়ে কোনো ধরনের নেগোসিয়েশন না করার আহ্বান জানিয়ে করা এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুকে লেখেন, ‘শিক্ষার্থীরা যদি পুরো প্যানেলকে চায়, তাহলে পুরো প্যানেলই আসবে। ব্যালেন্স বা অন্য কোনো কিছুর দোহায় দিয়ে নেগোসিয়েশন করে শিক্ষার্থীদের সাথে বিট্রে করার অধিকার কারো নাই। জিএসে ফরহাদ ভাইকেই চাই। ’

এমইউএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।