ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

শিক্ষা

অনলাইনে শিক্ষক বদলি শিগগিরই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৮, নভেম্বর ৭, ২০১৯
অনলাইনে শিক্ষক বদলি শিগগিরই

ঢাকা: মাঠ পর্যায়ের সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে অনলাইন পদ্ধতিতে শিক্ষক বদলি নীতিমালা প্রণয়নের কাজ চলছে এবং এ কাজ শিগগিরই সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন।

বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় ও মাঠ পর্যায়ে কর্মকর্তাদের অংশগ্রহণে উদ্ভাবন ও সেবা সহজীকরণ সংক্রান্ত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

এছাড়া জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) নীতিমালা সংস্কার করা হচ্ছে, যা অচিরেই কার্যকর হবে বলে জানান সচিব।

অনুষ্ঠানে কনিষ্ঠ কর্মকর্তাদের প্রশংসা করে সচিব বলেন, তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে। তারা সেবাধর্মী মানসিকতা নিয়ে কাজ করছেন, যার ফলে গ্রাহকের সেবা পাওয়া সহজ হচ্ছে। আরও সেবাধর্মী ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দাপ্তরিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এতে গ্রাহকের সেবা প্রাপ্তি যেমন সহজ হবে, তেমনি তাদের দোয়াও পাওয়া যাবে।

কর্মশালায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মো. হাসিবুল আলম ও মো. বদরুল হাসান বাবুল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।